কুড়িগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালত কার্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ৩টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেবে। পদগুলো ১৬তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান
পদসংখ্যা: ১৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট প্রাপ্ত এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ অবশ্যই থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০
গ্রেড: ১৬
২. পদের নাম: জারীকারক
পদসংখ্যা: ০৯
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারের টাইপ সংক্রান্ত বেসিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০
গ্রেড: ১৯
৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: প্রার্থীর বয়স ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, কুড়িগ্রাম, হিসাব নং- ৫২০৮৪০২০০১৯১১, সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা বরাবর পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে ১ নং পদের জন্য ২০০ টাকা ও ২-৩ নং পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে : https://www.forms.gov.bd/ ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে ফরম পূরণের মাধ্যমে অফিস চলাকালীন সময়ে চেয়ারম্যান, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, কুড়িগ্রাম ঠিকানায় ডাকযোগে বা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বক্সে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৩।