।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ৬০০ কার্ড নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধামশ্রেণী ইউনিয়নে। এ ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানাজানি হলে সুবিধাভোগীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ধামশ্রেণী ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর হাসান ইমাম সোহাগ গত ১৮ আগস্ট ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ৬০০ কার্ড অনলাইন করার কথা বলে নিয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেন না। ফলে টিসিবির অনলাইন কার্যক্রমসহ পরিষদের অন্যান্য কাজ ব্যাহত হচ্ছে। এছাড়াও, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করারও অভিযোগ রয়েছে।
টিসিবির কার্ডধারী ফিরোজ মিয়া, হালিমা বেগম, মহসিনা বেগম ও মালেক মিয়াসহ কয়েকজন জানান, টিসিবির কার্ড অনলাইন করার জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু কার্ডগুলো নাকি হিসাব সহকারী নিয়ে গেছে। এখন তো তেল-ডাল কিনতে পারছি না। এ বিষয়ে হিসাব সহাকারী হাসান ইমাম সোহাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, ‘ইউএনও স্যার ছুটিতে আছেন। ছুটি শেষ হলে চেয়ারম্যানের অভিযোগটি স্যার খতিয়ে দেখবেন।’
//নিউজ//উলিপুর//মালেক/সেপ্টেম্বর/২৩/২৩