|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে আটক ২৪
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ১০ জন (কুড়িগ্রাম-০৪, উলিপুর-০৬), সিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০৪, উলিপুর-০১, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৪ জন (রাজারহাট-০১, উলিপুর-০৩), পূর্বের মামলায় ০১ জন (কুড়িগ্রাম), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০৩ জন (ভূরুঙ্গামারী-০১, নাগেশ্বরী-০১, রৌমারী-০১) সহ মোট ২৪ জন আসামী গ্রেফতার করে।
➤ কুড়িগ্রামে সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রামে বাল্যবিবাহের অধিক ঝুঁকিপূর্ণ পরিবারের সরকারী ও বেসরকারী সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।
➤ উলিপুরে জাল টাকা লেনদেনের দায়ে গ্রেফতার ৩
উলিপুরে জাল টাকা দিয়ে মালামাল ক্রয় করার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খুলনা জেলার দৌলতপুর থানার মুন্সিপাড়া বউবাজার কুলিবাগান এলাকার মজিবর রহমানের পুত্র মোঃ ইয়ামিন হাওলাদার (২৬), পটুয়াখালী জেলার দুমকি থানার লেবুখালি এলাকার আব্দুর রবের পুত্র মোঃ আলম পেদা (২৫) ও ঢাকা জেলার সাভার নামাবাজার ফুলতলা এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ সিফাতুর রহমান সোহান (২০)।
https://www.ulipur.com/?p=26914