|| নিউজ ডেস্ক ||
আজ বুধাবার, সেপ্টেম্বর ২০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে পুলিশ ও বিকাশের যৌথ উদ্দ্যোগে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রতারণার ঘটনার সাথে সাথে তদন্ত ও প্রতিরোধ বিষয়ে পুলিশ সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত পুলিশ সদস্যবৃন্দ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহারের মাধ্যমে প্রতারনার বিভিন্ন অভিযোগের তদন্তের মাঠ পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে বিকাশ লিমিটেড এর কর্মকর্তাদের প্রশ্ন করেন এবং বিকাশ লিমিটেড এর কর্মকর্তারা প্রশ্নে উত্তর প্রদান করেন।
➤ ফুলবাড়ীতে আজিমুল টেকনোলজি লিমিটেডের লটারি ও পুরষ্কার বিতরণ
ফুলবাড়ীতে মা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান আজিমুল টেকনোলজি লিমিটেডের উদ্যোগে লটারি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে উপজেলার বালারহাট বাজারে এ লটারি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। লটারিতে সাতটি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি রেফ্রিজারেটর।
➤ উলিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থায়ী সরকার” এ শ্লোগান ধারণ করে উলিপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন (কুড়িগ্রাম-০৪, উলিপুর-০১, নাগেশ্বরী-০১, রৌমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১, রৌমারী-০৪), নিয়মিত মামলায় গ্রেফতার ০১ জন (রৌমারী), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০২) সহ মোট ২০ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=26896
➤ চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল উদ্বোধন
খালিদ মাহমুদ আরও বলেন, ‘কুড়িগ্রামের বাসন্তীকে নিয়ে যারা দুর্ভিক্ষের চিত্রধারণ করেছে; তারা তাদের ফায়দা নিয়েছে। দেশের উন্নয়নের জন্য কাজ করেনি। শেখ হাসিনা বাসন্তীর চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাকে ঘর দিয়েছেন। অন্যরা দিতে পারেনি। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রৌমারীকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে দিয়েছিলেন।
https://www.ulipur.com/?p=26901