|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বিকাশ এর কর্মকর্তা ও এজেন্টদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ও বিকাশ লিমিটেড এর আয়োজনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার এবং মোবাইল ব্যাংকিং এর সাথে সম্পৃক্ত কর্মকর্তা, কর্মচারী, এজেন্ট, সাধারণ মোবাইল ব্যাংকিং গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর অপব্যবহার ও প্রতারণা রোধকল্পে বিকাশ লিমিটেড এর কর্মকর্তা ও এজেন্টদের উপস্থিতিতে এক সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পলিত
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলায় এই দিবস পালিত হয়। দিনের শুরুতেই একটি বর্ণাঢ্য র্যালি কুড়িগ্রাম শহরে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এরপরেই কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
➤ রৌমারীতে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯.৩০ টায় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ লাল বাদশা এর নিজ বাড়ি থেকে তিনটি প্লাস্টিকের ড্রাম হতে ৪৩ বোতল বিদেশি মদ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26867
➤ উলিপুরে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার
পুলিশ জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কামরাঙ্গীরচর থানার বেড়িবাঁধ এলাকা থেকে পৃথক দু’টি মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম ওরফে কালুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
https://www.ulipur.com/?p=26880
➤ কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। ১৩০ ফিট লম্বা ও ৩২ ফিট চওড়া মাপ বিশিষ্ট দু্ই তলা আধুনিক ভবনটিতে ২’শ আসনের একটি হলরুম, দুটি অফিস রুম ও কিচেনসহ অন্যান্য সুবিধাদি থাকবে।
https://www.ulipur.com/?p=26886