|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত
রাজিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর সকালে রাজিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ সভার আয়োজন করা হয়।
➤ কুড়িগ্রামে জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৬
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (রাজারহাট-০১, উলিপুর-০২, নাগেশ্বরী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, ভূরুঙ্গামারী-০২, রৌমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৭ জন (রাজারহাট-০৩, নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০১), সাজা জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম) সহ মোট ১৬ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=26846
➤ উলিপুরে সীমান্তবর্তী চরাঞ্চল থেকে ৪৫ ভারতীয় মহিষ আটক
উলিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪৫টি ভারতীয় মহিষ আটক করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের জাহাজের আলগা, মেকুরচর ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে এসব মহিষ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানা গেছে।
https://www.ulipur.com/?p=26858