বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ১৫ ক্যাটাগরির পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। পদগুলো ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী যেকেউ আবেদন করতে পারবেন।
১.পদের নাম: ফার্মাসিস্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসি বিষয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
২.পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কোনও স্বীকৃত ইনস্টিটিউট থেকে গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা।
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ ও ইংরেজি ৮০ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৩.পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এবং কম্পিউটারে Word Processing ই-মেইল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি কাজে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড: ১৪
৪.পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড: ১৪
৫.পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন দুই বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। অন্যূন তিন বছরের বাস্তব কর্ম ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড: ১৪
৬.পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৭.পদের নাম: গাড়িচালক/ড্রাইভার
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: হালকা অথবা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনায় বৈধ লাইসেন্স এবং গাড়ি চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৮.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স মেশিন, ইত্যাদি চালনার দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৯.পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান বা অন্যূন অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১০.পদের নাম: ডেসপ্যাচ রাইডার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্রতা: মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
গ্রেড: ১৮
১১.পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১২.পদের নাম: ক্লাস অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৩.পদের নাম: পরিবহন সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: অটোমোবাইল ওয়ার্কশপে অন্যূন এক বছরের বাস্তব কর্ম ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৪.পদের নাম: খেলাধুলা অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ক্রীড়াক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
১৫.পদের নাম: ডাইনিং বয়
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোনো হোটেল বা ক্যাফেটেরিয়ায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: প্রার্থীর বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সীমা প্রযোজ্য হবে। শারীরিক প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত হতে হবে।
১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া ৩ থেকে ৯ নম্বর পদের ক্ষেত্রে গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং ১০ থেকে ১৫ নম্বর পদের ক্ষেত্রে গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, খুলনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে ১ম থেকে ৯নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে উল্লিখিত ১০নং থেকে ১৫নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সর্বমোট ১১২/- টাকা পরিশোধ করে, অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://bcsaa.teletalk.com.bd
আবেদনের তারিখ: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।