।। টেক ডেস্ক ।।
বর্তমানে ইন্টারনেট ছাড়া অনেকেই এক মুহূর্তও কাটাতে পারেন না। ইন্টারনেট ব্যবহারের জন্য যারা মোবাইল সিমে বিভিন্ন ছোটখাটো ইন্টারনেট প্যাকেজ কিনে চালান, তারা অনেক সময় ইন্টারনেট ব্যালেন্স হারিয়ে মূল অ্যাকাউন্ট থেকে টাকা-পয়সা কেটে জিরো ব্যালেন্সের মুখোমুখি হন শুধুমাত্র ফোনের লাগামহীন মোবাইল ডেটা ব্যবহারের কারণে। তবে চাইলেই কয়েকটি কৌশল অবলম্বন করে সহজেই এরকম পরিস্থিতি এড়িয়ে চলতে পারেন।
চলুন তাহলে যেনে নেওয়া যাক কম ডেটা খরচে ফোনে ইন্টারনেট ব্যবহারের উপায়ঃ-
ডাটা লিমিট বেঁধে দিন:
একবার নতুন ডেটা প্যাক রিচার্জ করানোর পরই বেঁধে দিন ডেটা লিমিট। আর তার ফলে আপনার মোবাইল ইন্টারনেট অনেকটাই সাশ্রয় করতে পারবেন। তাই জেনে নিন কীভাবে আপনার স্মার্টফোনে ডেটার ব্যবহার লিমিট করবেন।
আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে সেটিংস অপশনে যান।
এরপর ‘Connections’ অপশনে ট্যাপ করুন।
‘Data usage’ অপশনে ক্লিক করুন।
এবার Mobile data usage-এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইল স্ক্রিনের ঠিক উপরের ডানদিকে গিয়ার আইকনে ক্লিক করুন।
ইউটিউব অ্যাপে ডেটা নিয়ন্ত্রণ
ইউটিউব অ্যাপে ডেটা নিয়ন্ত্রণের জন্য অ্যাপ চালু করে ডানদিকের কোনায় থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর Data saving অপশনের ওপর ট্যাপ করে Data saving mode–এর পাশের বাটন থেকে অপশনটি চালু করতে হবে।
গুগল ক্রোমে ডেটা কম্প্রেশন ব্যবহার
গুগল ক্রোমের ডেটা কম্প্রেশন সুবিধা ব্যবহার করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা খরচ কমানো যায়। এ জন্য ক্রোম ব্রাউজার চালু করে ডান দিকের কোনায় থাকা তিন ডট আইকনে ক্লিক করে Settings অপশন নির্বাচন করতে হবে। এবার একটু নিচে এসে Lite mode অপশনের ওপর ক্লিক করে পরের পাতা থেকে On অপশন নির্বাচন করতে হবে।
ইনস্টাগ্রাম লাইট, ফেসবুক লাইট ও মেসেঞ্জার লাইট অ্যাপগুলো ব্যবহার করে ইন্টারনেট ডেটা খরচ কমানো যায়। এ ছাড়া বিভিন্ন অ্যাপের সেটিংসে পরিবর্তন করেও এ সুবিধা মিলে থাকে।
ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন নিয়ন্ত্রণ করুন:
গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, আইক্লাউড ড্রাইভ ও গুগল ফটোস প্রভৃতি ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহারের জন্য শুধুমাত্র ওয়াইফাই নির্দিষ্ট করে দিন। অন্যথায় মোবাইল ডেটা ব্যবহার করে এসব সার্ভিস সিনক্রোনাইজ করলে প্রচুর মোবাইল ডেটা খরচ হবে।
কাজ শেষে সেলুলার ডেটা সম্পূর্ণ বন্ধ করুন:
কাজের পর মোবাইল ডেটা বন্ধ করে রাখতে পারেন। জরুরি কোনো ই-মেইল বা এ ধরণের নোটিফিকেশনের অপেক্ষায় না থাকলে মোবাইল ডেটা বন্ধ রাখুন। এতে ব্যাকগ্রাউন্ড অ্যাপসও ডেটা ব্যবহার করতে পারবেনা।
Wi-Fi Assist বন্ধ করুন:
Wi-Fi Assist চালু থাকলে ওয়াইফাই সিগন্যাল খারাপ হলে ফোনে আপনার মোবাইল ডেটা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করতে শুরু করে। এই নেটওয়ার্ক সুইচিং বন্ধ করুন।
আইফোনের জন্যঃ Settings> Cellular অপশন থেকে Wi-Fi Assist বন্ধ করুন।
অ্যান্ড্রয়েড WLAN অর্থাৎ ওয়াইফাই সেটিংসে গিয়ে Switch between data and WLAN অপশন বন্ধ করুন।