|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের আয়োজনে রবিবার সকালে উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার।
➤ কুড়িগ্রাম গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০২, ভূরুঙ্গামারী-০১, রৌমারী-০২), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (ভূরুঙ্গামারী), নিয়মিত মামলায় গ্রেফতার ০৩ জন (ফুলবাড়ী-০২, রাজিবপুর-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১), ১৫১ ধারায় ০১ জন (নাগেশ্বরী), সাজা সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (ভূরুঙ্গামারী-০১, উলিপুর-০১) সহ মোট ১৬ জন আসামী গ্রেফতার করে।
➤ কুড়িগ্রামে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৮ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় কুড়িগ্রাম সদরের খানপাড়া এলাকা থেকে কুখ্যাত চোর ও মাদক কারবারি ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খানপাড়া এলাকার মোঃ নুরুন্নবী খান উজ্জল (৩৫) কে গ্রেফতার করে।
➤ উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাস্থ্য কেন্দ্রের দেয়াল ভাঙার অভিযোগ
উলিপুরে একটি স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণাধীন প্রাচীর দেয়াল ভেঙে দেওয়াসহ সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তবকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযাগ করেছেন।
https://www.ulipur.com/?p=26830
➤ পরীক্ষামূলক চলানো হলো কুঞ্জলতা চিলমারী ঘাট থেকে রৌমারী পৌঁছালো ৩ ঘণ্টায়
দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফেরিটি আজ চিলমারীতে। শুরু হয়ে গেছে সকল কার্যক্রম। শুধু উদ্বোধনের অপেক্ষা। উদ্বোধনের পরেই সকল কার্যক্রম শেষে নিয়মিত ভাবে চিলমারী টু রৌমারী ফেরি সার্ভিসটি চলবে। উদ্বোধনের সকল কার্যক্রম সামনে রেখে রবিবার পরীক্ষামূলক ভাবে চিলমারী নদী বন্দর রমনা ঘাট থেকে রৌমারী ঘাট পর্যন্ত চালানো হয় এবং রৌমারী থেকে চিলমারী ঘাট পর্যন্ত আনা হবে।
https://www.ulipur.com/?p=26826
➤ কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটি চুরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটি চুরির মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাভাবিকভাবে কাজ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=26822