|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে মঞ্চায়িত হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চনাটক ‘ক্ষেতমজুর খইমুদ্দিন’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শেখ রাসেল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক চিরায়িত বাংলা নাটক ‘ক্ষেতমজুর খইমুদ্দিন’।
➤ উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা গ্রেফতার, মালামাল উদ্ধার
উলিপুরে মসজিদের মটর চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদ(২১)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র।
➤ পুলিশের নজর এড়াতে কুড়িগ্রামে জামাতের ঝটিকা মিছিল
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলীয় আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় জেলা সদরের কেতার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে কুড়িগ্রাম-চিলমারী সড়ক ধরে যতিনের হাট বাজারে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
➤ ফুলবাড়ীতে সাঁকো ভেঙে চলাচলের দূর্ভোগে হাজারও মানুষ, দেখার কেউ নেই
ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীর উপর নির্মিত দুই স্থানের বাঁশের সাঁকো ভেঙে চলাচলের চরম দুর্ভোগে হাজারও মানুষ। সাঁকো দুইটি ভেঙে যাওয়ার দেড় থেকে দুই মাসেও মেরামত না করায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। স্বাধীনতার ৫০ বছর পেড়িয়ে গেলেও ব্রীজ নির্মান না হওয়ায় চরম ক্ষোভ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। যুগের পর যুগ স্থানীয়রা প্রতি বছর নিজস্ব উদ্যোগে সাঁকো দুইটি মেরামত করে চলাচল করে আসছেন। ঝুঁকিপূর্ণ বাঁশের নরেবরে সাঁকো দিয়ে পারাপার করতে প্রায় সময় ঘটে ছোটখাটো দুর্ঘটনা। যেন দেখার কেউ নেই।