|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেফতার
জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (উলিপুর-০১, ফুলবাড়ী–০২, রৌমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, ভূরুঙ্গামারী-০১, রৌমারী-০১, কচাকাটা-০১, ঢুষমারা-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ০৮ জন (নাগেশ্বরী-০১, ফুলবাড়ী-০১, ভূরুঙ্গামারী-০৩, চিলমারী-০৩), পূর্বের মামলায় ০১ জন (উলিপুর), ১৫১ ধারায় ০৩ জন (রাজারহাট-০১, নাগেশ্বরী-০২) সহ মোট ২৩ জন আসামী গ্রেফতার করে।
➤ কুড়িগ্রামে দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ
১৩ তম এই কোর্সে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করায় ৩ জন চৌকস পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন ডিএসবিতে কর্মরত কনস্টেবল জনাব মোঃ তারিফুল ইসলাম, চিলমারী থানায় কর্মরত নারী কনস্টেবল মোছাঃ সুমী আক্তার ও সদর কোর্টের নারী কনস্টেবল মোছাঃ মাহমুদা খাতুন।
➤ নাগেশ্বরীতে সাবেক চেয়ারম্যানের ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে নিজ ঘর থেকে নুরুল ইসলাম টুংকু (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের মালিয়ানি গ্রামে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা।
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) বিকেলে মালতীবাড়ি গ্রামে শিশু নাঈম তার সমবয়সী কয়েকজন শিশুসহ নিজ বসতবাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। গোসল করা অবস্থায় শিশু নাঈম হঠাৎ করে পানির নিচে ডুবে যায়। এসময় অপর শিশুরা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে এসে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে পুকুরের দক্ষিণ দিক থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=26774