শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বেগম ফজিলাতুন্নেছা হলে ১০ ক্যাটাগরির শূন্য পদে মোট ১২ জনকে স্থায়ী ভাবে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী ব্যাংক ড্রাফট-পে অর্ডারের মাধ্যমে যেকেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: হল সুপারিনটেনডেন্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি ও বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে এবং সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০
গ্রেড: ১৩
২. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বাণিজ্য বিষয়ে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি ও বাংলা টাইপিংয়ে পারদর্শী হতে হবে এবং হিসাব সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০
গ্রেড: ১৩
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইংরেজি ও বাংলা টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও ২০ শব্দ এবং এমএস ওয়ার্ড অফিসের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০
গ্রেড: ১৬
৪. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড ‘সি’ হতে লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা ও ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০
গ্রেড: ১৭
৫. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স প্রাপ্ত এবং সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০
গ্রেড: ১৭
৬. পদের নাম: সিক গার্ল
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: এক বছর বা তদুর্ধ নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০
গ্রেড: ১৭
৭. পদের নাম: বাবুর্চি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০
গ্রেড: ১৮
৮. পদের নাম: সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০০১০
গ্রেড: ২০
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০০১০
গ্রেড: ২০
১০. পদের নাম: ডাইনিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বিশ্ববিদ্যালয়/সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০০১০
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত।
দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ থেকে ১০ নং পদের জন্য ১৫০ টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে -অর্ডার এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদন করার প্রক্রিয়া: অফিস চলাকালীন সময়ে নিয়োগসংক্রান্ত তথ্য বা আবেদন ফরম রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০(দশ) টাকা মূল্যের ডাকটিকেটসহ নিজ ঠিকানায় খামের মাধ্যমে বা বিশ্ববিদ্যালয়ের www.sust.edu ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
যেভাবে আবেদন পত্র জমা দেবেন: পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে যুক্ত করে ৮ সেট দরখাস্ত আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্র: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।