|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষনার্থী বিচারক জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শন
মঙ্গলবার চলমান ৪৮শ বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে মাঠ সমিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে ০৮ জন প্রশিক্ষণার্থী সহকারী জজ/ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে কুড়িগ্রামে স্বাগত জানান পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
➤ কুড়িগ্রামে ২০ জন ‘ব্রেভ গার্লস’ একসাথে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহব্বান জানালো
সকল ব্রেভ গার্লস সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ধরে রাখতে ও দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সমাজের সকল পর্যায়ের সম্মানিত নাগরিকদের অনুরোধ করেন এবং মাদক প্রতিরোধে সকলে সম্মিলিতভাবে পুলিশের পাশে থেকে কাজ করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।
➤ কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (রাজারহাট-০১, রৌমারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (রাজারহাট), নিয়মিত মামলায় গ্রেফতার ০৩ জন (নাগেশ্বরী-০২, রৌমারী-০১), পূর্বের মামলায় ০৪ জন (কুড়িগ্রাম-০১, ফুলবাড়ী-০৩), ১৫১ ধারায় ০৫ জন (কুড়িগ্রাম-০১, ফুলবাড়ী-০৩, চিলমারী-০১) সহ মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26718
➤ উলিপুরে নৌকা বাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত
উলিপুরে নৌকা বাইচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “অহংকারের পতন” পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ধামশ্রেণী ইউনিয়নের সোবান বাজার সংলগ্ন সবু মিয়ার আম বাগানে সামাজিক সংগঠন রংধনুর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
https://www.ulipur.com/?p=26725
➤ উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সেলিম। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টায় পরিবারের লোকজন বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে তার মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=26732