।। নিউজ ডেস্ক ।।
ফেসবুক পরিচয়ে ভুট্টা বিক্রির কথা বলে উলিপুর থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মো. সেলিম আকন্দ (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল গ্রামের আব্দুল জব্বার আকন্দের পুত্র।
জানা গেছে, উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের জনতাহাট সংলগ্ন এলআরডি ইট ভাটার মালিক বানী ইসরাইল বকসীর সাথে সেলিম আকন্দের ফেসবুকে পরিচয় হয়। এরই সুবাদে গত ২৬ আগস্ট ভুট্টা বিক্রির কথা বলে অগ্রিম হিসাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক সেলিম আকন্দ। টাকা পাওয়ার পর সাথে সাথে মোবাইল ফোন বন্ধ করে রাখেন সেলিম। পরে ভুক্তভোগী বানী ইসরাইল বকসী উলিপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক সেলিম আকন্দকে গ্রেফতার করেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
//নিউজ/উলিপুর//জাহিদ/সেপ্টেম্বর/১২/২৩