।। টেক নিউজ ।।
বর্তমানে দৈনদিন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ চ্যাটিং প্ল্যাটফর্ম। এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজেই যোগাযোগ করা যায়। কিন্তু প্রথম থেকে হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট একটি মোবাইলে ব্যবহার করা যেত। যার ফলে একাধিক মোবাইল ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হন। কারণ চ্যাটিং অ্যাপটি সেকেন্ডারি ফোনে লগইন থাকাটাও জরুরি হয়ে পড়ে তাদের জন্য। কিন্তু হোয়াটসঅ্যাপ একাধিক ফোনে লগ ইন করতে গেলে পূর্বের ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যেত। এ সমস্যা সমাধানে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন একটি ফিচার। যেখানে একইসঙ্গে একাধিক ডিভাইসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। একাধিক ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করার কথা ঘোষণা করেছে তারা। একজন ব্যবহারকারী ‘কমপেনিয়ন মোড’ ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্টটি প্রাইমারি ফোনের বদলে অন্য ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, কিভাবে একাধিক স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেনঃ-
★ একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য নতুন ফোনে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে।
★ এরপর ভাষা নির্ধারণ করে পরবর্তী পেজের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘লিংক টু এক্সিসটিং অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে।
★ এবার পরের পেজে একটি কিউআর কোড দেখা যাবে।
★ এরপর প্রাইমারি ফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশের পর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
★ ‘লিংকড ডিভাইস’ অপশন নির্বাচন করতে হবে।
★ এবার পরের পেজে লিংক এ ডিভাইস বাটনে ট্যাপ করে সেকেন্ডারি ফোনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন।
এভাবে সর্বোচ্চ চারটি ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।