|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ যৌতুকের মামলায় পুলিশ সদস্য কারাগারে
স্ত্রীর করা যৌতুকের মামলায় কুড়িগ্রামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত রৌমারীর বিচারক এ আদেশ দেন। পরে পুলিশ নিজ বাহিনীর ওই সদস্যকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠায়।
➤ কুড়িগ্রামে পুলিশের অপরাধ প্রতিরোধ ক্লিনিক চালু
কুড়িগ্রামে বিনা খরচ ও কম ভিজিটে পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সব অংশীজনের সমন্বয়ে জেলার ভুরুঙ্গামারীতে পুলিশের উদ্ভাবনী প্রয়াসে আয়োজিত হলো ‘ক্রাইম প্রিভেনশন ক্লিনিক’।
➤ নাগেশ্বরীরতে ৯ কেজি গাঁজাসহ আটক ১
নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা মৌজাস্থ মফিজ মোড়ের পাকা রাস্তার উপর হতে পশ্চিম রামখানা (সিন্দুরমতি মিস্ত্রিটারী) গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম (৩৩)’কে ফাইবার ক্যাবল দিয়ে পেঁচানো বিশেষ কায়দায় ফিটিংকৃত ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
➤ কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০১, রাজারহাট-০১, উলিপুর-০১, ফুলবাড়ী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন (উলিপুর-০২, ফুলবাড়ী-০১, চিলমারী-০২, রৌমারী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ০৪ জন (কুড়িগ্রাম), পূর্বের মামলায় ০১ জন (ফুলবাড়ী) সহ মোট ১৬ জন আসামী গ্রেফতার করে।
➤ কুড়িগ্রামে যুবকদের রাত্রিকালীন রাস্তার মোড়ে আড্ডা বন্ধের লক্ষ্যে পুলিশের সচেতনমূলক অভিযান
কুড়িগ্রামে পুলিশের নেতৃত্বে সংশ্লিষ্ঠ উপজেলা সমাজসেবা অফিসারসহ অন্যান্যদের নিয়ে সান্ধ্যকালীন সম্মিলিত প্রিভেনটিভ টহল পরিচালনা করে। এসময় এলাকার বিভিন্ন মোড়ে, পার্কে, স্টেশনে, চায়ের দোকানে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের রাত্রিকালীন ঘোরাফেরা, মাদক, জুয়া, উগ্রবাদ, গ্যাংকালচার অনলাইন আসক্তি, পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম বন্ধ করার লক্ষ্যে সচেনতামূলক অভিযান পরিচালনার সময় তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সমাজের সন্মানিত নাগরিক ও পিতামাতাকে অনুরোধ করেন।
➤ কুড়িগ্রামে রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম এর যোগদান
রৌমারী সার্কেল হিসেবে যোগদান করেন সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম। কুড়িগ্রাম জেলায় যোগদান মূহুর্তে তাকে জেলা পুলিশের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
➤ কুড়িগ্রামে নব নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সাথে জেলা পুলিশের শুভেচ্ছা ও মতবিনিময়
নব নির্বাচিত জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।