।। টেক ডেস্ক ।।
ডিজিটাল জগতে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। বর্তমানে সবার হাতেই রয়েছে স্মার্টফোন। বেশিরভাগ সময়ে স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কাটিয়ে দিচ্ছেন। কেউ আবার পুরোটা সময় অফিসের কাজ ও অনলাইন কাজ করে সময় পার করছেন। কেউ আবার অনলাইন ক্লাসের পড়াগুলো রাখেন স্মার্টফোনে। অনেক ক্ষেত্রে স্মার্টফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছবি, মেসেজ বা ডকুমেন্ট তাড়াহুড়ায় সেভ না করে স্টোর করে রাখার জন্য খুব সহজেই স্ক্রিনশট তুলে রাখেন।
স্মার্টফোনে বিভিন্ন ব্রাউজার বা ওয়েরসাইটে কাজ করার সময় ফুল পেজ স্ক্রিনশট তোলার প্রয়োজন হয়। এজন্য স্মার্টফোন ব্যবহারকারীরা এক একটি করে পেজের স্ক্রিনশট তুলে থাকেন। এরপর সেই স্ক্রিনশট তোলা ছবি আবার আলাদা আলাদা করে শেয়ার করেন। কিন্তু খুব সহজ উপায়েই এখন ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায়।
ফুল পেজ স্ক্রিনশট নেয়ার জন্য গুগল প্লে-স্টোর থেকে “স্ক্রিন মাষ্টার” নামে একটি থার্ড-পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে ফুল পেজ স্ক্রিনশট নেওয়া সম্ভব।
স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনে ফুল পেজ স্ক্রিনশট নেওয়ার উপায়ঃ-
✶ প্রথমে আপনার স্মার্টফোনে ScreenMaster অ্যাপটি ওপেন করতে হবে।
✶ এরপর অ্যাপটিতে টার্ন অফ স্ক্রিন ক্যাপচার অপশনে ক্লিক করতে হবে।
✶ এরপর সম্পূর্ণ পেজটি জুম আউট করে ছোট করে নিতে হবে।
✶ পুরো পেজটি যখন স্ক্রিনে আসবে তখন স্ক্রিন ক্যাপচার অন করতে হবে।
✶ এরপর একসাথে পুরো ফুল পেজের স্ক্রিনশট নিতে পারবেন।
✶ ফুল পেজ স্ক্রিনশট শেয়ার করার জন্য সেন্ড বাটনে ক্লিক শেয়ার করতে পারবেন।