।। টেক ডেস্ক ।।
অনলাইন জগতে বিশেষ বিশেষ সুুবিধা গ্রহণের জন্য যে সমস্ত ব্রাউজার ব্যবহার করে থাকেন তা সংযুক্ত করতে যতগুলি অ্যাকাউন্ট ব্যবহার হয় তার মধ্যে অন্যতম একটি হলো গুগল অ্যাকাউন্ট। অনেকেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের তৈরি একাধিক অ্যাপ ব্যবহার করেন। কোনও থার্ড-পার্টি অ্যাপের সাথে আপনার Google অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে, সংশ্লিষ্ট থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের অ্যাপ আপনার তথ্য Google-এ পাঠাতে পারে। থার্ড-পার্টি অ্যাপ আপনাকে জানাতে পারে, যে কী ধরণের তথ্য আদান-প্রদান বা শেয়ার করছেন। তা আবার Google-এর সাথে শেয়ার করবে।
অনলাইন থেকে কোনও কিছু ডাউনলোড করার সময় অ্যাপগুলো স্মার্টফোন বা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেয়। যে কারণে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বিভিন্ন অপরাধ করার পাশাপাশি গুগল অ্যাকাউন্টে সাইবার হামলা করতে পারে। এ সমস্যা সমাধানের জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা থার্ড-পার্টি অ্যাপগুলোর নাম জানা এবং আপনার ডিভাইসে কোন কোন যন্ত্র ব্যবহার বা তথ্য সংগ্রহের অনুমতি নিয়েছে, সে সম্পর্কে ধারণা করে থার্ড-পার্টি অ্যাপগুলোকে মুছে ফেলবেন।
জেনে নিন কিভাবে থার্ড-পার্টি অ্যাপ চিহ্নিত করবেনঃ-
✶ থার্ড-পার্টি বা তৃতীয় পক্ষের অ্যাপের তালিকা দেখার জন্য প্রথমে জিমেইলের অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।
✶ এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
✶ এবার সিকিউরিটিতে ক্লিক করে ‘ইউর কানেকশনস টু থার্ড-পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিসেস’ অপশনের নিচে থাকা সি অল কানেকশনসে ক্লিক করুন।
✶ এরপর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করা সব থার্ড-পার্টি অ্যাপগুলোর তালিকা দেখা যাবে।
এখন আপনি অ্যাপগুলোতে ক্লিক করলে সেগুলো কোন কোন যন্ত্র ব্যবহারের অনুমতি নিয়েছে, সে তথ্যও জানা যাবে।
যেভাবে থার্ড-পার্টি অ্যাপের ব্যবহার বন্ধ করবেনঃ-
একাধিক তথ্য সংগ্রহ করা বা অপ্রয়োজনীয় অ্যাপগুলোয় গুগল অ্যাকাউন্ট লগইন সুবিধা মুছে ফেলার জন্য নির্দিষ্ট অ্যাপের পাশে থাকা অ্যারো চিহ্নতে ক্লিক করে সাইনইন উইথ গুগল-এর সি ডিটেইলস অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় স্টপ ইউজিং সাইনইন উইথ গুগল অপশন সিলেক্ট করার পর কনফার্ম বাটনে ক্লিক করলেই থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের অ্যাপগুলোয় গুগল অ্যাকাউন্ট লগইন সুবিধা মুছে যাবে।