|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটিকে পদঞ্চিত নেতৃবৃন্দের অবাঞ্ছিত ঘোষণা
শনিবার দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী জিরো পয়েন্টে এসে নবগঠিত জেলা ও উপজেলা আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব আজিজার রহমান মাস্টার।
➤ মানুষের কষ্ট নিরসনে কাজ করছে সরকার: উলিপুরে পানি সম্পদ সচিব
মানুষ যাতে কষ্ট না পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার, চিলমারীতে বর্ষা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ডানতীর মেরামত করা হয়েছে। নদ নদী খনন কাজ করা হচ্ছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর নৌঘাট কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
https://www.ulipur.com/?p=26662
➤ চিলমারী ৩ হাজার হেক্টর আমন ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় ১৫ হাজার কৃষক
কখনো বন্যা, কখনো খরা, কখনো শীত সাথে বৃষ্টি ভেঙে দেয় কৃষকের সাজানো স্বপ্নগুলো। বারবার ধাক্কায় পুঁজি হারিয়ে বিপাকে পড়ে চিলমারীর কৃষক। চলতি মৌসুমে কৃষকের আমন ক্ষেত বন্যায় ডুবে যাওয়ার সাথে সাথে রোদের তাপে পুড়ছে প্রায় ১৫ হাজার কৃষকের স্বপ্ন। ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে তা দেখে দিশাহারা হয়ে পড়েছে কৃষক ও তার পরিবার।
https://www.ulipur.com/?p=26656