।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুরে দুটি মোটরসাইকেল দু্র্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে রাজিবপুর সদর ইউনিয়নের খাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতের নাম মোজাম্মেল (২৭) তার বাড়ি কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামে পিতার নাম জাবেদ আলী। গুরুতর আহত জহুরুল হকের (৩৫) বাড়ি একই গ্রামে তার পিতার নাম আনছের আলী। এই দুজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
আহত অপর দুজন হলেন আশিক (৩০), কোদালকাটি ইউনিয়নের দক্ষিন চর সাজাই গ্রামের আ: আজিজ এর পুত্র। অলি আহমেদ (৪৩) এর বাড়ি রৌমারীর যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামে, তার পিতার নাম নিয়ামত আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলা শহর থেকে পাখিউড়া বাজারে যাওয়ার পথে দুটি মোটরসাইকেল পাশাপাশি যাচ্ছিলেন। পথে খাজারঘাট নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রিত হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন চার জন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মোজাম্মেল মৃত্যুবরণ করেন। পরে তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফাহমিদা আক্তার, মোজাম্মেল কে মৃত ঘোষণা করে। গুরুতর আহত জহুরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর দুজনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
চিকিৎসা সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘ অনেকে বেপরোয়া গতিতে আবার কেউবা নিয়মবহির্ভূতভাবে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা ঘটে প্রাণহানি হয়। দুর্ঘটনার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ জানায়নি বলে নিশ্চিত করেন তিনি।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/সেপ্টেম্বর/০৭/২৩