|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, সেপ্টেম্বর ০৬, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি
বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সরকারের সঙ্গে কথা হলে তিনি জানান, দুপুরে নির্বাহী অফিসারের অফিশিয়াল নম্বর থেকে হঠাৎ ফোন করে আমার কাছে ১ লাখ টাকা দাবি করেন এবং একটি অন্য নম্বর দিয়ে বলেন ১ লাখ টাকা নগদ ও বিকাশে দ্রুত পাঠান বলেই ফোন কেটে দেন।
➤ রৌমারীতে গাঁজাসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
দাঁতভাঙ্গা ইউনিয়নের চর টাপুরচর এলাকার সোহরাব হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে ডন (৩৯)। তিনি দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
➤ কীটনাশক ছিটানো ঘাস খেয়ে ৬ ছাগলের মৃত্যু
কুড়িগ্রামে প্রতিবেশীর পুকুর পাড়ের কীটনাশক ছিটানো ঘাস খেয়ে ৬টি ছাগল মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া ছাগলগুলোর মূল্য আনুমানিক ৫০-৬০ হাজার টাকা বলে জানা গেছে।
➤ উলিপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন জহুরুল হক সরকার
উলিপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ২৬৮ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন জহুরুল হক সরকার। তিনি বজরা ইউনিয়নের খামার বজরা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখা এবং কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
➤ উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল বাতেন, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে গুনাইগাছ ইউনিয়নের বিবিসি’র মোড় থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিম রেজাকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26599
➤ উলিপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
আব্দুল্লাহ তার এক সহপাঠীসহ ঠাকুরবাড়ি বাজারের তেতুল গাছে ওঠে। এ সময় পা পিছলে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির বাবার নাম রাজু আহমেদ। রাজুর বাড়ি চিলমারীর থানাহাট ইউনিয়নের বালাবাড়ি এলাকায়। তবে স্ত্রী সন্তান নিয়ে তিনি ঠাকুরবাড়ি বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা শ্বশুর আব্দুল লতিফ সরকারের বাড়িতে বসবাস করতেন।
https://www.ulipur.com/?p=26606