নিউজ ডেস্ক: গত ১৪ সেপ্টেম্বর, বুধবার কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল অরণ্যর ভিশন ২০১৮।
বৃক্ষ রোপনের সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, কলামিষ্ট ড. তুহিন ওয়াদুদ, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রধান সমন্বয়ক, কলামিষ্ট নাহিদ হাসান নলেজ, কুড়িগ্রাম সমিতি, ঢাকার মহাসচিব সাইদুল আবেদিন ডলার, সাবেক ফুটবলার এস. এম. মনির হোসেন, ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম জেলা কমান্ট এর কমান্ডার সিরাজুল ইসলাম টুকু , অরণ্যের সদস্য সচিব আব্দুস ছোবহান জুয়েল সহ অরণ্যের জরীফ উদ্দীন, নোমী নোমান, জিয়া, সোহান ও রোকন ছাড়াও সকল সদস্যবৃন্দ।
অরণ্যের সদস্য জরীফ উদ্দীন উলিপুর ডট কম কে বলেন, আমরা ২০১৮ সালের মধ্যে ১ লক্ষ বৃক্ষ রোপন করব। যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।আমরা চাই আমাদের বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটুক যার শুরুটা কুড়িগ্রাম থেকেই।
উল্লেখ্য গত ১২ই সেপ্টেম্বর কুড়িগ্রাম সীমান্ত কফি হাউজ এ ‘অরণ্য’ নামের সংগঠনটি আত্মপ্রকাশ করে।