|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, সেপ্টেম্বর ০৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মাসুদ রানা প্রায় ৮ বছর পলাতক থাকার পর গ্রেফতার হলেন। তিনি চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল নতুন গ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে।
➤ কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৬
গ্রেফতারকৃত জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ২, উলিপুর ২, ফুলবাড়ী ১, রৌমারী ২জন এবং সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ১জন। নিয়মিত মামলায় গ্রেফতার- কুড়িগ্রাম ১, উলিপুর ৪জন। পূর্বের মামলায় নাগেশ্বরী থানায় ১জন। ১৫১ ধারায় কুড়িগ্রাম সদর থানায় ১জন। সিআর সাজা ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় ১ জনসহ মোট ১৬জন আসামিকে গ্রেফতার করে।
➤ ফাস্ট ফুডের দোকানদার থেকে বিসিএস ক্যাডার উলিপুরের জিয়াউর রহমান
জিয়াউর রহমান আরও বলেন, ‘মিরপুর বাঙলা কলেজে সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি হতে পারিনি। পরের বছর কোচিং করার চিন্তা করি। কিন্তু চলার মতো হাতে টাকা নেই। তাই টাকার জন্য একটি সিকিউরিটি গার্ড কোম্পানিতে গার্ডের চাকরি নেই। পাশাপাশি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তি হই। চাকরি কোচিং একসঙ্গে চলে। কিন্তু ভাগ্যের কী পরিহাস! সেবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরাই থেকে যায়।
https://www.ulipur.com/?p=26545
➤ ব্রহ্মপুত্র গিলছে চিলমারীর শাখাহাতি গৃহহীন ২ শতাধিত পরিবার
সদ্য ভাঙনের শিকার আমজাদ, জাহানারা, ইসহাকসহ অনেকে বলেন, নদী আমাদের বসতবাড়ি কেড়ে নিল, কেড়ে নিল আমাদের সাজানো সংসার। তারা আরও বলেন, নদী আমাদের লক্ষ লক্ষ টাকার সম্পদ কেড়ে নিচ্ছে আর প্রশাসন ১০ কেজি করে চাল নিয়ে আইসে, হামরা ত্রাণ চাই না, চাই নদী ভাঙন থেকে রক্ষা পেতে।
https://www.ulipur.com/?p=26549