পায়রা বন্দর কর্তৃপক্ষের আওতাধীন অধিদপ্তরে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতে ১২ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৪জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা অনুযায়ী যেকেউ আবেদন করতে পারবেন।
১.পদের নাম: সহকারী পরিচালক (হিসাব)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে একাউন্টিং/ফিন্যান্স এ মেজরসহ এমবিএ (মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বা সমমানের ডিগ্রি; তবে চার্টাড একাউনটেন্ট (সিএ) বা কস্ট ম্যানেজম্যান্ট একাউনটেন্ট (সিএমএ) সার্টিফিকেটধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
গ্রেড: ০৯
২.পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (১ম শ্রেণি)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ১ম শ্রেণির ইঞ্জিন ড্রাইভিং সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০ টাকা
গ্রেড: ১২
৩.পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
৪.পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
৫.পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা এবং ইংরেজি বাংলা টাইপিং এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
গ্রেড: ১৪
৬.পদের নাম: স্টেনো টাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-কমার্স; তবে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেড: ১৪
৭.পদের নাম: সহকারী ট্রাফিক ইন্সপেক্টর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা এবং ইংরেজি বাংলা টাইপিং এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা।
গ্রেড: ১৪
৮.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
গ্রেড: ১৬
৯.পদের নাম: নিম্নমান বহিঃসহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি বাংলা টাইপিং এ অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা।
গ্রেড: ১৬
১০.পদের নাম: সুকানি
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা
গ্রেড: ১৯
১১.পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
গ্রেড: ২০
১২.পদের নাম: নিরাপত্তারক্ষী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষ বর্ণিত শারীরিক যোগ্যতাশীল হতে হবে।
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ১-৬-২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: প্রার্থীদের অনলাইন আবেদনের জন্য ক্রমিকে উল্লিখিত ১ম পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬৯/- টাকা সর্বমোট ৬৬৯/- টাকা, ২য় পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৪ টাকা সর্বমোট ৩৩৪/- টাকা, ৩য় থেকে ৯তম পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা সর্বমোট ২২৩/- টাকা এবং ১০ম থেকে ১২তম পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা সর্বমোট ১১২/- টাকা পরিশোধ করে, অফেরতযোগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://ppa.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।
সূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষ।