|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে আত্মীয়র বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিহত যুবকের বুকের ডান দিকে দুটি ফুটোর ক্ষতচিহ্ন রয়েছে। তবে গুলির চিহ্ন হলে বুক ফুটো করে বের হয়ে যাওয়ার কথা। ময়নাতদন্তের পর বোঝা যাবে এটি গুলির চিহ্ন কি না।
➤ উলিপুরে জুয়া খেলার সময় গ্রেফতার ৪
শনিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে সরদারপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
https://www.ulipur.com/?p=26521
➤ রৌমারৗতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ প্রায় ২০ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় গরু পাচারের জন্য যায়। তারা রাতে বেহুলারচর সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-২এস এর কাছে যায়। এ সময় চোরাকারবারির উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
https://www.ulipur.com/?p=26519