|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, সেপ্টেম্বর ০২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ২১
গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৪, কচাকাটা ১জন, সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট ১, উলিপুর ২, ফুলবাড়ী ১, ভূরুঙ্গামারী ১জন। সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১জন এবং নিয়মিত মামলায় গ্রেফতার কুড়িগ্রাম ১, নাগেশ্বরী ৪জন। পূর্বের মামলায় রাজারহাট থানায় ১জন। ৩৪ধারায় থানায় ৪জনসহ মোট ২১জন আসামী গ্রেফতার করে।
➤ চিলমারীতে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
চিলমারীতে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রমনা মডেল ইউনিয়নে ত্রাণ বিতরণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
➤ চিলমারীতে চতুর্থ দফার বন্যায় পানিবন্দি ২৫ হাজার মানুষ
চতুর্থ দফায় বন্যার ফাঁদে পড়ে দিশাহারা হয়ে পড়েছে নদীর তীরবর্তী মানুষসহ নিম্নাঞ্চলের মানুষ। চলতি বন্যার পানিতে তলিয়ে গেছে শতশত হেক্টর আমন ক্ষেত। আমন ক্ষেত তলিয়ে যাওয়ার কৃষকের স্বপ্ন গেছে ডুবে। দিশাহার কৃষকের দিন কাটছে হতাশায়। বারবার বন্যার থাবায় পড়ে বন্যার্ত মানুষের মাঝে দেখা দিয়েছে দুর্ভোগ।
https://www.ulipur.com/?p=26499