নিউজ ডেস্ক:
কাল ঈদুল আযাহা। মোসলমানদের আনন্দের দিন। এই দিন কে কেন্দ্র করে বিশ্ব মোসলিম এক হয়ে ঈদগাহ মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র নামাজ আদায় করবে। তার পর পশু কোনবানী করবে মহান আল্লাহর সস্তুষ্টির উদ্দেশ্যে। পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে উলিপুরের সকল মানুষকে জানাই উলিপুর ডট কমের পক্ষ থেকে আন্তরিক মোবারববাদ। ঈদ বয়ে আনুক শান্তি, সমতা ও ঘুচিয়ে দেখ দুঃখ।
উলিপুরের বিভিন্ন ঈদগাহ ময়দানের ঈদুল আযাহার নামাযের সময়সূচী
উলিপুর কেন্দ্রিয় ঈদগাহ ময়দান, উলিপুর সকাল ৯ ঘটিকা
খামার নারিকেল বাড়ি, উলিপুর সকাল ৯.১৫ ঘটিকা
মাঝবিল ঈদগাহ মাঠ, ধরণীবাড়ী, উলিপুর সকাল ১০ ঘটিকা
ভাটিয়াপাড়া ঈদগাহ মাঠ, ধরণীবাড়ী, উলিপুর সকাল ৯.৩০ ঘটিকা
ধরণীবাড়ী দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠ, উলিপুর সকাল ৯.৩০ ঘটিকা
পান্ডুল কাগজি পাড়া ঈদগাহ মাঠ, পান্ডুল, উলিপুর সকাল ৮.৩০ ঘটিকা
কামালখামার মাদরাসা মাঠ, দুর্গাপুর, উলিপুর সকাল ৮ ঘটিকা
কাশিয়াগাড়ি ঈদগাহ মাঠ, ধামশ্রেণী, উলিপুর সকাল ৮.৩০ ঘটিকা
মাস্টার পাড়া ঈদগাহ মাঠ, নন্দুনেফড়া, জুম্মাহাট সকাল ৮.৩০ ঘটিকা
নাগড়াকুড়া বাজার কেন্দ্রিয় ঈদগাহ মাঠ, জুম্মাহাট সকাল ৮ টা ৪৫ ঘটিকা
নাগড়াকুড়া দারুল উলুম দাখিল মাদ্রাসা ঈদগাহ্ মাঠ সকাল ৮টা ৩০ঘটিকা।
( এই সময় সূচী মাঠ কর্তৃপক্ষের কারণে সময় পরিবর্তণ হতে পারে।)