|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, সেপ্টেম্বর ০১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে জনস্বাস্থ্যের ড্রেন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নাগেশ্বরী পৌরসভা ও পার্শ্ববর্তী ইউনিয়নের প্রাইমারি ড্রেন দিয়ে সহজে ময়লা পানি নেমে যাওয়াসহ কঠিন বর্জ্য ও মানব বর্জ্য ব্যবস্থাপনা (জৈব সার উৎপাদন) প্রকল্পে নাগেশ্বরী পৌরসভার কঠিন বর্জ্য ও ময়লা আবর্জনা দূরীকরণে শহর হবে পরিষ্কার পরিচ্ছন্ন আর জনগণের জনস্বাস্থ্য সার্বিকভাবে উন্নত হবে। এই প্রকল্প দুটি বাস্তবায়িত হলে নাগেশ্বরীর দৃশ্যপট বদলে যাবে।
➤ চিলমারীতে অবদা বাঁধে ধস, হুমকির মুখে ১০টি গ্রাম
অবদা বাঁধ ও রক্ষা প্রকল্পে দেখা দিয়েছে ধস। এতে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। হুমকির মুখে রানীগঞ্জ ইউনিয়নের ১০টি গ্রামসহ হাজারও একর ফসলি জমি। বাঁধ ভেঙ্গে গেলে উপজেলা সদরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আতঙ্ক বিরাজ করছে ওই এলাকার মানুষজনের মাঝে।
https://www.ulipur.com/?p=26486