|| নিউজ ডেস্ক ||
আজ বৃস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেফতার
গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৩ জন (কুড়িগ্রাম-০১, ভূরুঙ্গামারী-০২), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (উলিপুর-০১, ভূরুঙ্গামারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৩ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০১), পূর্বের মামলায় ০৩ জন (চিলমারী), ১৫১ ধারায় ০২ জন (কুড়িগ্রাম-১, নাগেশ্বরী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (রৌমারী) সহ মোট ১৫ জন আসামী গ্রেফতার করে।
➤ চিলমারীতে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে আমন ক্ষেত বিপাকে কৃষক
আবারো বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চল, ডুবে গেছে সদ্য লাগানো আমন ক্ষেত বিপাকে পড়েছে কৃষক। দুশ্চিন্তার সাথে চোখে জল নিয়ে পুঁজি ভাবনায় পড়েছে কৃষক। বৃষ্টির সাথে হু হু করে বাড়তে থাকা ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। সাথে তিস্তা নদীর পানি ঢুকে পড়ায় তালিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলসহ বিভিন্ন গ্রাম। ডুবে যাচ্ছে একের পর এক আমন ক্ষেত ।
➤ উলিপুরে জলাবদ্ধতায় আশ্রয়ণের ৪০ পরিবারের শতাধিক মানুষ
উলিপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাই হলেও ভোগান্তির শেষ নেই সুবিধাভোগীদের। জলাবদ্ধতাসহ নানা সংকটে বিপাকে পড়েছে আশ্রয়ণ বাসিন্দারা। উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো আবাদি নিচু জমিতে হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন তারা।
https://www.ulipur.com/?p=26473
➤ চিলমারীতে ভাড়াটিয়া সেজে বিভিন্ন বাসায় চুরি, গ্রেফতার ৩
চিলমারীতে এনজিও কর্মী পরিচয়ে ভাড়াটিয়া সেজে বিভিন্ন বাসায় চুরির মামলায় মালামাল উদ্ধারসহ চোরকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
https://www.ulipur.com/?p=26476