।। নিউজ ডেস্ক ।।
চিলমারীতে এনজিও কর্মী পরিচয়ে ভাড়াটিয়া সেজে বিভিন্ন বাসায় চুরির মামলায় মালামাল উদ্ধারসহ চোরকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট ) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
জানা যায়, গত মে মাসের ০২ তারিখে চিলমারী থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বাসা ভাড়া নিয়ে কৌশলে বাসার মালামাল চুরির ঘটনায় চিলমারী থানায় গত ২৬ মে একটি চুরি মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে চিলমারী থানা পুলিশ এবং চুরির সাথে জড়িত মূলহোতাকে সনাক্ত করে জানা যায়, চুরির সাথে জড়িত ব্যক্তি চোরাই চক্রের সক্রিয় সদস্য। পরবর্তীতে বিভিন্নভাবে কৌশলে তার অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার (২৯ আগস্ট) ভোর ৪ টার সময় রাজশাহী জেলার গোদাগারী থানা এলাকা থেকে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় কুখ্যাত চোর মোঃ রাজু আহম্মেদ (৩৮) কে নওগাঁ সদরের আনন্দ নগর এলাকা থেকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য মতে তার ২ জন সহযোগী চিলমারী রমনা গুড়াতিপাড়া এলাকার মোঃ সাজু মিয়া (৫০) ও মোঃ আলম মিয়া (৩৮) কে চোরাইকৃত বাইসাইকেল ও অন্যান্য মালামাল উদ্ধারসহ গ্রেফতার করে চিলমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রাজু বিভিন্ন স্থানে এনজিও কর্মী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বাসার মালিকের অনুপস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাসার বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যেত। তার পূর্ববর্তী অবস্থান যাচাই-বাছাই করে দেখা যায় সে পূর্বেও এই কৌশল অবলম্বন করে ছোটখাটো চুরি করেছে এবং তিনি পেশাগত চোর। পরবর্তীতে মামলা ও অভিযোগের ভিত্তিতে তার সকল তথ্য সংগ্রহ করে চোরাই মালামাল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।