|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, আগস্ট ৩০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারীতে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার
দীর্ঘ দিন পলাতক থাকার পর গতকাল অভিযুক্ত আসামী রাজু আহমেদকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করে চিলমারী মডেল থানায় আনা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনর্চাজ মো. হারেসুল ইসলাম। গ্রেফতার রাজু আহমেদ নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
➤ উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের যমুনা বাজার থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুস ওরফে নাসিরকে গ্রেফতার করা হয়।
➤ উলিপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুস সালামের নিজ বাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26445
➤ কুড়িগ্রামে ধরা পড়ল বিরল প্রজাতির ইলফিস মাছ
ধরলা নদীর শাখা খিরাই নদীতে যৌথভাবে খরা জাল দিয়ে মাছ ধরতে যান হোসেন আলী, আনোয়ার হোসেন, আব্দুল করিম ও মানিক মিয়া। সকালে তাদের জালে ইলফিস নামের মাছটি ধরা পড়ে। তারা মাছটিকে বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ফারুকের বাড়িতে ভিড় জমান।
https://www.ulipur.com/?p=26449
➤ উলিপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
৩০ টাকার ভ্যাট ১৫% ও আয়কর ৩% হারে হয় ৪ টাকা ৪০ পয়সা। বাকি থাকে ২৪ টাকা ৬০ পয়সা, মহিলা বিষয়ক কর্মকর্তা দেন ২০টাকা। বাকি চার টাকা ৬০ পয়সা তিনি নিজের কাছে রেখে দেন। সেই অনুপাতে উপজেলার ১৩টি ক্লাবে শিক্ষার্থীর সংখ্যা ৩৯০ জন। জনপ্রতি চার টাকা ৬০ পয়সা করে প্রতি সপ্তাহে (শুক্র-শনিবার) গিয়ে দাঁড়ায় তিন হাজার ৫৮৮টাকা, সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৪ হাজার ৩৫২ টাকা আত্মসাৎ করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন। আবার অনেক ক্লাবে শিক্ষার্থীদের এই ২০ টাকায় ভাগ বসান অধিকাংশ ক্লাবের শিক্ষকরা।
https://www.ulipur.com/?p=26456