|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ম্যাটস্ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি
সারা দেশে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস্) শিক্ষার্থীদের চার দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের ইন্টার্ন কর্মবিরতি ঘোষণা করেছে হাসপাতালে ইন্টার্নশিপে থাকা ম্যাটস্ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ‘ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকবৃন্দ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, কুড়িগ্রাম’ ব্যানারে জেলা শহরের শাপলা চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা।
➤ কুড়িগ্রামে ভাঙ্গন আতঙ্ক কাটছে না তিস্তা পাড়ের মানুষের
কুড়িগ্রামে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবকটি নদ-নদীর পনি। মঙ্গলবার বিকেল ৩ টার তথ্য অনুযায়ী তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
➤ উলিপুরে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার
সোমবার (২৮ আগস্ট) রাতে উলিপুর থানার এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকা থেকে চুরি হওয়া ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26437