|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে ২০ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দি
উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তার নিম্নাঞ্চলে বন্যা অব্যাহত আছে। রৌমারীতে ২০ গ্রামের ৪০ হাজার মানুষ পানিবন্দি। রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি কিছুটা কমেছে। তবে এখনো চরাঞ্চলের ৫ শতাধিক বাড়িঘর পানিতে তলিয়ে আছে।
➤ রাজারহাটে বিলের পানি থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
রবিবার (২৭ আগস্ট) বিকেলে মোহাম্মদ আলী কারেন্ট জাল নিয়ে বাড়ির পেছনে গিদারী নদী নামক বিলে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেন নি। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিতে থাকেন। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে বাড়িতেও ফেরেন নি মোহাম্মদ আলী। তার জাল নিয়ে যাওয়ার বিষয়টি আমলে নিয়ে সোমবার সকালে স্থানীয়রা বিলের পানিতে তার অনুসন্ধান চালান।
https://www.ulipur.com/?p=26415
➤ নদ-নদীর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে চিলমারীর হরিজন পল্লী
হারিজন পল্লী তলিয়ে যাওয়ায় আশ্রয় নেয়া প্রায় দেড় শতাধিক মানুষের জীবন কাটছে কষ্টে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া বিভিন্ন এলাকার প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি ও ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে শাখাহাতি, বজড়াদিয়ার খাতাসহ বিভিন্ন এলাকার মানুষজন। হরিজন পল্লী বাসীর সাথে উক্ত এলাকার বেশকিছু হিন্দু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিপাকে পড়েছেন সদ্য রোপা আমন চাষিরাও।
https://www.ulipur.com/?p=26408