|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, আগস্ট ২৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ছাত্রলীগের সহ-সভাপতিসহ ৭ নেতাকর্মী বহিষ্কার
‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে’ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিদ আহমেদ সৌরভসহ জেলা ও সদর উপজেলা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
➤ কুড়িগ্রামে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ৭
রৌমারী, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে সাড়ে ৮কেজি গাঁজা ও ৬ শত পিস ইয়াবা উদ্ধারসহ সাত মাদক কারবারি গ্রেপ্তার। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল আনুমানিক ৫টায় রৌমারী ইউনিয়নের চাক্তাবাড়ী বাজার এলাকা থেকে পূর্বের ৩টি মাদক মামলার আসামি রৌমারীর বামনের চর এলাকার মাদক কারবারি মো: আ: মালেক ও কান্দাপাড়া এলাকার মো: সোনা মিয়া দ্বয়কে ৬ শত পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
➤ বুড়িরহাটে তিস্তার স্পার বাঁধে ধসের ফলে ঝুঁকিতে কুড়িগ্রামের শত শত পরিবার
শনিবার (২৬ আগস্ট) বিকেলে বাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, তিস্তার স্রোতের প্রবল ঘূর্ণনে বাঁধের মধ্যবর্তী মাটির অংশ ধসে বিশালাকার গর্ত সৃষ্টি হয়েছে। বাঁধটির পশ্চিম প্রান্তের আরসিসি অংশের শীর্ষভাগ তীব্র স্রোতে দক্ষিণ দিকে সামান্য হেলে পড়েছে। বাঁধটি রক্ষায় এর উভয় পাশে বালু ভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলছেন পাউবোর কর্মীরা।
https://www.ulipur.com/?p=26372
➤ ফুলবাড়ীতে মামলা না তোলায় যুবককে মারধরের অভিযোগ
ফুলবাড়ীতে পুরনো মামলার জেরে প্রান্তিক জনগোষ্ঠী রবিদাস সম্প্রদায়ের এক যুবককে মারধর করে হাত-পা ভেঙ্গে দিয়ে ভিটাছাড়ার হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত যুবকের পিঠে, পেটে ও মুখে মারাত্মক আঘাত পেয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
https://www.ulipur.com/?p=26384
➤ চিলমারীতে প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরের পায়তারা, ব্যাহত পাঠদান
উত্তর খাউরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় চিলমারী থেকে রৌমারীতে নেয়ার পায়তারা। ভবন ভেঙ্গে নেওয়ার নামে লুটপাট, ব্যাহত হচ্ছে পাঠদান। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত। ভোট প্রদান থেকে বঞ্চিত হতে পারে প্রায় এক হাজার ভোটার। রয়েছে ভোট কেন্দ্র দখলে রাখার চেষ্টাও। এমন পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও নীরব কর্তৃপক্ষ।
https://www.ulipur.com/?p=26389