গত রাতের মতই ঘুমাও তুমি প্রতিরাতে,
দেখতে যেন মৃত নারী মনের করিডোরে,
তুমি অনড়, শব্দ নেই তোমার দেহের ভেতর।
ফুটো দিয়ে তারার আলো উঁকি মারে
উদোম দেহের রূপের ভাজে,
প্রকৃতি তাকিয়ে থাকে অতি সংগোপনে,
সহসা সংগোপনে তারারা মেতে ওঠে উৎসবে,
বুঝার ঊর্ধ্বে তুমি, শুধু ঘুমিয়ে থাকো রাতে,
কি দোষ আমার, রইছি কেন পাশে?
ঝিরঝির বাতাসে তোমার আঁচল দোলে,
দোল দেয় উল্লাসের এক হিন্দোলে।
মধ্য গগণে দৃষ্টিশোভা তারার মেলা,
তারা উজ্জ্বল অন্ধকারে, অন্ধকারে
ঘুমাও তুমি প্রতিরাতে স্বপ্নপরীর দেশে।
প্রতীক্ষার প্রহর গুণে ঘুমিয়ে পড়ি
আলোর দেশে, পুলক লাগে মনে।
তুমি ঘুমাও আগের মত প্রতিরাতে॥