।। টেক ডেস্ক ।।
স্মার্ট ডিভাইসের ধীরগতি নিয়ে স্বাভাবিকভাবেই বিরক্তি আসে। কাজের সময় ডিভাইস হ্যাং করলে সমস্যার শেষ থাকে না। এর মূল কারণ হতে পারে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ। আপনি হয়ত রিসেন্ট প্যানেল থেকে অ্যাপস গুলো কেটে দিলেন। কিন্তু তারপরও অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ফলে আপনার ফোন স্লো হওয়ার সাথে খুব দ্রুত ব্যাটারির চার্জও শেষ হয়ে যায়।
তবে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সব অ্যাপ যে আপনার ফোন স্লো হওয়ার কারণ তা কিন্তু নয়। যেমনঃ ফেসবুক, জিমেইল ও মেসেঞ্জার এই সকল অ্যাপ কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যার ফলে আপনি নটিফিকেশন পেয়ে থাকেন। কিন্তু এই অ্যাপ গুলোর বাইরেও কিছু অপ্রয়োজনীয় অ্যাপ আপনার ফোন স্লো হওয়ার কারণ হতে পারে। এক্ষেত্রে কিছু উপায় অনুসরণ করে সহজেই ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ বন্ধ করতে পারবেন।
চলুন তাহলে জেনে নেওয়া যাক, কিভাবে স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধের উপায়ঃ-
✶ প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে।
✶ এরপর অ্যাবাউট অপশনে গিয়ে বিল্ড নম্বর এ ৭ থেকে ৯ বার ট্যাপ করুন।
✶ লক্ষ্য করুন আপনার ডেভেলপার অপশনে হয়েছে। তারপর ডেভেলপার অপশন থেকে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস নির্বাচন করে নিতে হবে।
✶ এবার অপ্রয়োজনীয় সব অ্যাপ ফোন থেকে সরিয়ে নিতে হবে।
স্মার্টফোনে প্রচুর ব্লোটওয়্যার থাকে, যা কাজে না লাগতেও পারে। হয়তো এমন কিছু অ্যাপ ইনস্টল করেছেন, যা অব্যবহৃত থাকে। নির্বাচিত সব অ্যাপ ফোনের ভেতরে অহেতুক জায়গা করে নেয়। ক্যাশ মেমোরি মুছে ওই সব অ্যাপ স্মার্টফোন থেকেই আনইনস্টল করে নিতে পারেন।