|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ চিলমারী খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইকবাল হোসেন ৫৯০ মেট্রিক টন ধানের সিংহভাগ ধান সিন্ডিকেটের মাধ্যমে ক্রয় করার অভিযোগ উঠেছে। এরমধ্যে গত ৩০ জুলাই একদিনে ১০৫ মেট্রিক টন ধান ক্রয় করেছেন। এদিকে ক্রয়কৃত নিম্নমানের ধান ছাঁটাইয়ের জন্য উপজেলার ৩৯ জন মিলারের মধ্যে তার পছন্দের আটজন মিলারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
https://www.ulipur.com/?p=26324
➤ উলিপুরে মসজিদে নামাজ পড়তে এসে মুসল্লির মৃত্যু
আব্দুল করিমের আগে থেকেই হৃদ রোগ ছিলো। শুক্রবার সকালে তার ভাই আমজাদ হোসেনের পৌর শহরের বাড়িতে যান। বিকেলে বাজারে ওষুধ কিনতে গিয়ে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদুল হুদায় (বড় মসজিদ) যান। এ সময় অসুস্থ হয়ে পড়লে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
https://www.ulipur.com/?p=26339
➤ উলিপুরে মহারাণী স্বর্ণময়ী বইয়ের মোড়ক উন্মোচন
উলিপুরে ইতিহাস বিষয়ে গবেষক আবু হেনা মুস্তফা’র পঞ্চম গবেষণাগ্রন্থ ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মহারাণী স্বর্ণময়ী’র ১২৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণ কমিটি’র আয়োজনে শুক্রবার (২৫ আগস্ট) বিকালে উলিপুর বণিক সমিতির হলরুমে ‘মহারাণী স্বর্ণময়ী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=26335