|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে ফ্রেন্ডশিপের কর্মশালা অনুষ্ঠিত
“আজকের তরুণ আগামীর ভবিষ্যত” এ স্লোগানকে ধারণ করে উলিপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ফ্রেন্ডশিপ শিক্ষা কর্মসূচির আয়োজনে, প্রেক্ষিত ক্যারিয়ার গাইডেন্স সেল এর অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
➤ ফুলবাড়ীতে বেওয়ারিশ পাগলের চুল-দাড়ি কেটে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা
ফুলবাড়ীতে এক বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির চুল-দাঁড়ি কেটে গোসল করে নতুন শার্ট প্যান্ট পড়িয়ে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী সদরের ব্র্যাক মোড়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলালসহ কয়েক স্থানীয় মিলে একজন নরসুন্দরকে ডেকে বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন ব্যাক্তির বড় বড় চুল-দাড়ি কাটান।
➤ কুড়িগামে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালের দিকে বাড়ি থেকে বের হন। পরে বড়বাড়ী বাজারের দিকে যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসেরহাট আরডিআরএস বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
https://www.ulipur.com/?p=26313
➤ ভারি বৃষ্টিপাতে দুশ্চিন্তায় কুড়িগ্রামের আমন চাষীরা
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে বাড়ছে নদ-নদীর পানি। আতঙ্কে নদী পাড়ের মানুষ ও আমন চাষীরা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা থেকে ভারি বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষজন।
https://www.ulipur.com/?p=26316