|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, আগস্ট ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন
ভার্চুয়াল জুম প্লাটফরমে উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বুধবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর যৌথ আয়োজনে এই কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন তিনি।
➤ উলিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার ইন্তেকাল
উলিপুরে সোনালী ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক গোলজার হোসেন আর নেই। বৃহস্পতিবার (২৩ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত অসুস্থ্যতায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
➤ উলিপুরে টিসিবির কার্ড নবায়নে টাকা আদায়ের অভিযোগ
উলিপুরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টিসিবির সুবিধাভোগীদের কার্ড নবায়নের নামে ৩’শ করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী কুড়িগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে থেতরাই ইউনিয়নে।
https://www.ulipur.com/?p=26280
➤ উলিপুরে অরণ্যের আয়োজনে সবুজ উৎসব উদযাপন
উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবাদী সংগঠন অরণ্যের আয়োজনে এবং ক্লাইমেট নেটওয়ার্ক বাংলাদেশ ও আভাস এর সহযোগিতায় সবুজ উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) কালুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ও কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে একটি করে মোট ৩৫০ টি আম গাছের চারা বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=26289
➤ কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্বেচ্ছাসেবী ও দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন এই শিক্ষাবৃত্তি প্রদান করে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
https://www.ulipur.com/?p=26295
➤ কুড়িগ্রামে অপহরণ ও ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড
ভূরুঙ্গামারীর উত্তর তিলাই গ্রামে লজিং থেকে কুরআন শিক্ষা দিয়ে আসছিল যশোর জেলার মো: জাহাঙ্গীর আলম । এমতাবস্থায় সেখানকার এক কিশোরীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ০২.০৪.২০১৫ তারিখে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় ও ধর্ষণ করে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় ০৫.০৪.২০১৫ তারিখে মামলা দায়ের করে। পরবর্তীতে মামলাটি নারী ও শিশু আদালতের অন্তর্ভুক্ত যা নারী ও শিশু মামলা নং ১৬০/২০১৫ হয়। এর পরে কিশোরী উদ্ধার হয়ে আদালতে অপহরণ ও ধর্ষণ করার সাক্ষ্য দেয়।
https://www.ulipur.com/?p=26301