।। টেক ডেস্ক ।।
নোট রাখার জনপ্রিয় নোট টেকিং অ্যাপ গুগল কিপ। যেখানে ভুল করে লেখা পরিবর্তন বা মুছে ফেললে তা পুনরায় লিখতে হত। তবে এসমস্যার সমাধান নিয়ে আসছে গুগল। আটকে থাকা এ ফিচার শিগগিরই চালু করবে প্রতিষ্ঠানটি।
গুগলের একটি সাপোর্ট পেজ থেকে জানা যায়, নতুন এই টুল চালু হলে ব্যবহারকারী পুরনো ভার্সনের একটি নোট এবং লিস্ট টেক্সট আকারে ডাউনলোড করে নেওয়া যাবে।
হেল্প ডকুমেন্ট জানায়, ফিচারটি এখনও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করেনি গুগল অর্থাৎ, শুধু ওয়েব ভার্সনে এটি পাওয়া যাবে। তবে শিগগিরই এটি উন্মুক্ত হবে। এটি ওয়েবে একসেস করতে চাইলে, নোটের ওপরে তিন ডটওয়ালা মেনুতে ক্লিক করলে এটি পাওয়া যাবে।
ভার্সন হিস্টোরি ফিচার শুধু ওয়েবেই চালু করা হয়েছে। আপাতত অ্যান্ড্রয়েড বা আইওএসে এটি দেখা যাবে না। আর এই হিস্টোরি ফিচারে ছবির অপশন নেই। অর্থাৎ ডিলিট হয়ে যওয়া কোনও ছবি এখানে পুনরুদ্ধার করা যাবে না।