|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ আগস্টের শেষে কুড়িগ্রামে আরেকটি বন্যার আশঙ্কা
আগস্টের শেষ সপ্তাহে ব্রহ্মপুত্র অববাহিকায় অরেকটি বন্যা আঘাত হানতে পারে। এসময় উলিপুর ও চিলমারীর কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
https://www.ulipur.com/?p=26237
➤ রৌমারীতে খালের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে কেসমত আলী (৫০) এর মরদেহ ধনারচরের একটি খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তিনি রৌমারী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোনাচিপাড়া গ্রামের কুরান আলীর ছেলে।
https://www.ulipur.com/?p=26259
➤ রাজারহাটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে যায় রোকসানা ও সোহানা। দীর্ঘ সময় ধরে তাদের খুঁজে পাওয়া না গেলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। তাদের সন্ধান না পেয়ে বিকালের দিকে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তাদের খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুর থেকে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজারহাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
https://www.ulipur.com/?p=26270
➤ কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্থাপিত হলো প্রায়োরিটি চেয়ার
বীরপ্রতীক আব্দুল হাই সরকার কুড়িগ্রাম জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সত্যিকার অর্থে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সদস্যদের ইতিবাচক কার্যক্রম এই বয়সেও আমাদের অনুপ্রাণিত করে। আমি কুড়িগ্রাম জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই।
https://www.ulipur.com/?p=26274