|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ২১, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে কুখ্যাত ডাকাত হুমায়ন আটক
রবিবার (২০ আগস্ট) কুড়িগ্রাম সদর থানাধীন ধরলা চেকপোস্টে নিয়মিত চেকপোস্ট চলাকালীন কুড়িগ্রাম সদরের মধ্যকুমড়পুর এলাকা হতে চুরি করা অটোরিক্সা নিয়ে কুখ্যাত ডাকাত হুমায়ন পালানোর সময় ধরলা চেকপোস্টে দ্বায়িত্বরত একটি চৌকস পুলিশ টিম হাতেনাতে গ্রেফতার করে।
➤ নাগেশ্বরী ও উলিপুরে পৃথক দুই অভিযানে মাদকদ্রব্য জব্দসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
নাগেশ্বরী ও উলিপুরে পৃথক দুই অভিযানে ৪০ কেজি গাঁজা ও ৬৪ পিচ ইয়াবা জব্দসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন।
➤ কুড়িগ্রামে বেওয়ারিশ কুকুরের দাপটে জনজীবন অতিষ্ঠ
কেউ বিরক্ত না করলেও তেড়ে আসে পথচারীদের দিকে। বাদ পড়ে না যাহবাহনে চলাচলকারী যাত্রীরাও। কুকুরের তাড়া খেয়ে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে কুকুর আতঙ্ক বিরাজ করছে। কুকুর নিয়ন্ত্রণ করা না হলে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
https://www.ulipur.com/?p=26231
➤ ফুলবাড়ীতে ২২২ বোতল ফেনসিডিলসহ বিদ্যালয়ের পিয়ন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=26222
➤ কুড়িগ্রামে শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত
ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় শিশু ও যুব সংগঠন কাঠপেন্সিল কর্তৃক সোমবার (২১ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ ক্যাম্পেইন আয়োজন করে।
https://www.ulipur.com/?p=26239
➤ উলিপুরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ২২
উলিপুরে ২০২১ সালে গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
https://www.ulipur.com/?p=26226
➤ রাজারহাটে প্রভাতি প্রকল্পের মার্কেট উদ্বোধন
রাজারহাটে এলজিইডি পরিচালিত অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্পের আওতায় নবনির্মিত একটি মার্কেট উদ্বোধন ও চুক্তিবদ্ধ সদস্যদের মাঝে লভাংশ বিতরণ করা হয়েছে।
https://www.ulipur.com/?p=26246