জরীফ উদ্দীন:
আজ শনিবার কুড়িগ্রাম জেলার উলিপুরে জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন উলিপুর উপজেলা শাখা, কুড়িগ্রাম মানববন্ধন করেন।
মানবন্ধনে উলিপুর উপজেলার ৫৪টি মাদরাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, পাঁচপীর কেরামতিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, জমিয়াতুলের কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য, জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, বালারচর নাছিরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ, জেলা জমিয়াতুলের সহ: সভাপতি মাওলানা মোবাশ্বের রাশেদীন, বজরা দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ইয়াহিয়া, মাওলানা রেফায়েত হোসাইন প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। মাদরাসায় কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আবাদ হয় না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে “ইসলাম জঙ্গিবাদ চায় না” বা “ইসলামে জঙ্গিবাদ নেই” শীর্ষক পাঠ্য বই অন্তর্ভূক্ত করার দাবী জানান যাতে করে শিক্ষার্থীরা ঐপথে পা না বাড়ায় এবং স্কুল কলেজের মতো মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় করার জোড় দাবী জানান।
আলোচনা শেষে দেশ, জাতী ও জঙ্গিবাদে নিহত ব্যক্তিদের জন্য দোয়া ও মাফফেরাত কামনা করেন।