|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, আগস্ট ২০, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির বাবা তাজুল ইসলামের ইন্তেকাল
উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির রাকিবুল ইসলাম রুবেলের বাবা পৌর শহরের মুন্সিপাড়া গ্রামের বিশিষ্ট বীজ ব্যবসায়ী তাজুল ইসলাম আর নেই। শনিবার (১৯ আগস্ট) দুপুরে নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
➤ কুড়িগ্রামে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়াম কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে জেন্ডার ইন হিউম্যানিটেরিয়াম একশন (জিহা) এর প্রথম সভা রবিবার বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফরিদা পারভীন।
➤ উলিপুরে পৃথক দুই অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫
তবকপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় মোস্তফা সরকার ওরফে মোস্ত (২৮) কে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিকশাটিসহ গ্রেফতার করা হয়। উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণে রিয়াজুল ইসলামের বন্ধ দোকান ঘরের ভিতর থেকে নারিকেল বাড়ী গ্রামের নুর ইসলামের পুত্র রিয়াজুল ইসলাম (২৮), মোস্তফা মিয়ার পুত্র রওশন মিয়া (৩৩), হায়াৎখাঁ গ্রামের মনিরুজ্জামানের পুত্র এনামুল হক (৩০) ও মফিজল হকের পুত্র বাবলু সরদার (২৩) কে ১৩২ পিস ইয়াবাসহ ও ৩টি চাকুসহ গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26188
➤ উলিপুরে জোড়া খুন মামলার আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেফতার
উলিপুরের বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ ও মোক্তার আলী নামে দু’জন খুন হয়। সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করেছিলেন এবং কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
https://www.ulipur.com/?p=26193
➤ উলিপুরে অগ্নিকাণ্ডে মুদি দোকানের মালামাল পুড়ে ছাই
শনিবার বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর রাত ১১ টার দিকে লোকজনের হইচই শুনে বের হয়ে এসে দেখি দোকান আগুনে পুড়ছে। আগুনে প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং ক্যাশ বাক্সে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে বলে তিনি দাবী করছেন।
https://www.ulipur.com/?p=26198
➤ চিলমারীতে অফিস খোলা থাকলেও হয়নি পতাকা উত্তোলন
সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র চিলমারীর ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয়ে। পতাকা ওঠানো হয়নি এমন অভিযোগের ভিত্তিতে রবিবার (২০ আগস্ট) সকাল ১১: ৪০ মিনিটে স্থানীয়রাসহ সাংবাদিকরা ওই দপ্তরে গিয়ে দেখতে পান পতাকা লাগানোর বাঁশের দণ্ড দাঁড়িয়ে থাকলেও তাতে পতাকা উত্তোলন করা হয় নি।
https://www.ulipur.com/?p=26206