শাহিনুল ইসলাম লিটনঃ
গত বুধবার উলিপুর উপজেলার ৩০০ পানিবন্দি পরিবারে মাঝে চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও কৃমিনাশক ট্যাবলেট এবং শিশুদের মাঝে চকলেট, পাউরুটি বিতরন করে সেচ্চাসেবী সংগঠন “পেইস”। ১৮ সদস্য পেইস টিম গুনাইগাছ ইউনিয়নের সন্তোস অবিরাম, নাখশল্লা, চরখোরদ, রাজবল্লভ ও কাজীর চরে সকাল ১০ টার দিকে ত্রান বিতরন করে। এ সময় উপস্থিত ছিলেন গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ খোকা, পেইস এর সভাপতি মো: আব্দুল কাদের, পেইস এর উদ্যোত্তা মো: সাব্বির খান সায়েম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: সিরাজুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মো: ফেরদৌস হাসান ফাহিম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: আব্দুল জলিল। সাংবাদিকদের মধ্যে ছিলেন শাহিন, শাহিনুল ইসলাম লিটন, ইয়াসিন আরাফাত ফারুকী প্রমূখ।
উলিপরের ৫ চরে ৩০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রান বিতরন করল “পেইস”
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.