।। টেক ডেস্ক ।।
ইন্টারনেট ব্যবহার করে যে কোন তথ্য সহজেই পেতে হলে ব্রাউজার ব্যবহার করতে হয়ে। ব্রাউজারের নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক প্রবেশ করাতে হয়ে। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, যে কোনো ওয়েবসাইটের লিংকে প্রবেশ করলে সেই লিংকের সামনের অর্থাৎ, সর্বপ্রথমে একটি “তালা” চিহ্ন দেখা যায়। এর অর্থ বা এর কাজ কী, তা না জানা থাকায় অনেকেই ব্যাপারটা এড়িয়ে যান।
যদি ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে একটি প্যাডলক বা লক আইকন দেখতে পান। এর অর্থ হলো আপনি যে ওয়েবসাইট অ্যাক্সেস করছেন, তা এইচটিটিপিএস কি না। অর্থাৎ এই ওয়েবসাইট আপনার ফোনের ডেটা নিরাপদে রাখছে কি না তা জানতে পারবেন। এইচটিটিপিএস হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর একটি প্রোটোকল, যা আপনার ব্রাউজার এবং ওয়েবসাইটের সার্ভারের মধ্যে থাকা ডেটা এনক্রিপ্ট করে।
তবে যেসকল ওয়েবসাইটে এমন লক আইকন নেই সেই সব ওয়েবসাইট থেকে দ্রুত বের হয়ে আসা ভালো। কেননা এতে আপনার ডেটা অনিরাপদ। আর যেগুলোতে লক চিহ্ন থাকবে বুঝে নেবেন সেগুলো নিরাপদ। অর্থাৎ আপনার ফোনের কোনো ডেটা অ্যাপটি চুরি করতে পারবে না। এটি আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করে। তাই অধিকাংশ ক্ষেত্রেই আপনি এই লক চিহ্নটি দেখতে পাবেন।
এইচটিটিপিএস ওয়েবসাইট চিহ্নিত করার জন্য ব্রাউজারের অ্যাড্রেসবার যাচাই করতে হবে, অথবা কোনায় লক আইকনসহ সাইটের নাম রয়েছে কি না, তা অ্যাড্রেস বারে দেখে নিতে হবে। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইটগুলোতে সার্টিফিকেট অথরিটি দ্বারা জারি করা এসএসএল/টিএলএস প্রশংসাপত্র রয়েছে, যাতে এটি প্রমানিত হয় যে, আপনি যে ওয়েবসাইটটি ব্যবহার করছেন সেটি বৈধ। তাই আর্থিক লেনদেন কিংবা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য আদান–প্রদান করে, এমন ওয়েবসাইটগুলোই সাধারণত এইচটিটিপিএস-সমর্থিত হয়ে থাকে।