বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ও অস্থায়ী মোট ১৪ পদে ১৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আবেদনপত্র ডাকযোগে/সরাসরি জমা দিতে পারবেন।
পদসংখ্যা: ১৬
বেতন স্কেল:
সহযোগী অধ্যাপকঃ ৫০,০০০-৭১২০০ টাকা (গ্রেড-০৪)
সহকারী অধ্যাপকঃ ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড-০৬)
প্রভাষকঃ ২২০০০-৫৩০৬০ (গ্রেড-০৯)
পদের বিবরণী:
প্রভাষক, বাংলা, পদ ১টি
প্রভাষক, রসায়ন, পদ ১টি
প্রভাষক, পরিসংখ্যান, পদ ১টি
প্রভাষক, লোকপ্রশাসন, পদ ১টি
প্রভাষক, সমাজবিজ্ঞান, পদ ১টি
প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদ ১টি
প্রভাষক, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, পদ ১টি
প্রভাষক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, পদ ১টি
প্রভাষক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পদ ১টি
প্রভাষক, ম্যানেজমেন্ট স্টাডিজ, পদ ১টি
প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পদ ১টি
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, পদ ১টি (অস্থায়ী)
প্রভাষক, অর্থনীতি, পদ ১টি (অস্থায়ী)
প্রভাষক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পদ ১টি (অস্থায়ী)
সহকারী অধ্যাপক, বাংলা, পদ ১টি
সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পদ ১টি
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরনঃ সরকারি।
আবেদন ফিঃ আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে সহকারী অধ্যাপক প্রভাষক পদের জন্য ৭৫০ (সাত শ পঞ্চাশ) টাকা এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য)।
আবেদন করার প্রক্রিয়াঃ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়োগসংক্রান্ত তথ্য ও আবেদন ফরম রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
যেভাবে আবেদন পত্র জমা দেবেনঃ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/ বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত ছবি প্রতি সেট আবেদন ফরমের সাথে সংযুক্ত করে ডাকযোগে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর অথবা হাতে তে রেজিস্টনপ্তরাধীন সংস্থাপন শাখায় জমা দিতে হবে।
✶ আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রীপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ, পরীক্ষার ফল অপেক্ষমান থাকাকালীন আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখঃ আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্রঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়