|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
নেককার হোসেন প্রতিদিনের মতো তার ইজিবাইকটি বাড়ির বৈদ্যুতিক লাইন দিয়ে চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু কোন কারণে তারে সমস্যা হওয়ায় ইজিবাইকটিই বিদ্যুতায়িত হয়ে ছিল। শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে ইজিবাইক চার্জ হয়েছে কি না তা দেখতে স্ত্রী রাশেদা খাতুন ইজিবাইকের কাছে গিয়ে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
➤ কুড়িগ্রামে রাজনৈতিক দলের পদে সরকারি শিক্ষকরা
রাজনৈতিক দলসহ তাদের অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান কমিটিতে একাধিক নারী-পুরুষ শিক্ষক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সরকারি চাকুরি করে অনেকেই রাজনৈতিক পদ পেতে তথ্য গোপন করে বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নিয়েছেন। আর এসব পদ-পদবি ব্যবহার তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক ও সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন অনায়সে।
https://www.ulipur.com/?p=26143
➤ চিলমারীতে দুস্থ পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ
চিলমারীতে দুস্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৬৯ জন দুস্থ পরিবারের মাঝে মোট ৭০ বান্ডেল ঢেউটিন ও জনপ্রতি ৩ হাজার করে মোট ২ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=26149
➤ উলিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি টিম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দূর্গম চরাঞ্চলে সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকার খেয়াঘাট থেকে ৪’শ ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপনকে আটক করা হয়।
https://www.ulipur.com/?p=26154
➤ ভারতে মাছ ধরতে যাওয়ায় ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি আটক
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উত্তর কুটিচন্দ্রখানা সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সেওটি-২ এলাকার কাঁটাতারের বেড়ার বাহিরে একটি ডোবায় মাছ ধরতে যান ওই বাংলাদেশি।
https://www.ulipur.com/?p=26157