।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের সকল উপজেলায় পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষির্কী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
কুড়িগ্রাম সদরে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও শোক র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্টান অংশ গ্রহন করেন।
এসময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মেঘলা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অলক সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসীম কুমার সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক শ্যামল ভৌমিক, পূজা উদ্যাপন পরিষদ এর পৌর কমিটির সভাপতি দীনেশ চন্দ্র প্রমুখ।
অন্যদিকে উলিপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক মুকুল, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন।