|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, আগস্ট ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রৌমারীতে আবাসনের দাবিতে হরিজনদের বিক্ষোভ
রৌমারীতে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের আবাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়।
➤ ফুলবাড়ীতে গৃহবধূকে হত্যার দায়ে ঘাতক স্বামী গ্রেফতার
ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেককে (২৭) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকালে ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
https://www.ulipur.com/?p=26057
➤ উলিপুরে চালকদের মারধরের ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
উলিপুরে ৫ জন অটো রিকশা চালকদের মারধরের ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা। সোমবার (১৪ আগস্ট) দুপুরে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পুরাতন বাস ট্রাক স্ট্যান্ড) এর সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ পালন করেন তারা। ফলে চিলমারী-কুড়িগ্রাম সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
https://www.ulipur.com/?p=26063